কচুয়ায় জাতীয় ভোটার দিবস উদযাপন

কচুয়া (চাঁদপুর): “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ স্লোগানে কচুয়ায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে পরিষদ চত্তরে বর্ণাঢ্য র‌্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকার, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, একাডেমিক সুপার ভাইজার কেএম সোহেল রানা প্রমুখ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম