কচুয়ায় চাঁদাবাজ-সন্ত্রাস-মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে বাজার ব্যবসায়ী ও এলাকার সচেতন নাগরিকদের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল রহিমানগর বাজারের শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্য বাজারে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ জাহান মজুমদার, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন।

উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজারুল ইসলাম মিলনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক হোসেন, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইজ উদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, রহিনমাগর বাজারের  সাম্প্রতিক সময়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে গেছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় রয়েছে। সেই সাথে মাদকের ব্যবসা ও মাদকসেবীদের তৎপরতাও বেড়েছে।

বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর দলের নাম ভাঙ্গিয়ে কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজীর ঘটনায় জড়িয়ে পড়েছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তারা।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম