কচুয়া (চাঁদপুর): দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, এনবিআর’র সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেনের অনুসারীদের বিএনপি-জামায়াত জোটের হরতালের নামে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩নভেম্বর) সকালে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে সাব রেজিস্ট্রার অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে পল্টন ময়দানে প্রতিবাদ সমাবেশ মিলিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ জালাল প্রধান জালাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ আহমেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবুল খায়ের রুমি, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম টগর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, উপজেলা যুবলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ হোসেন, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শাম্স মিঠু, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, আব্দুল হান্নান হানু, জহিরুল ইসলাম, শ্রমিক লীগ নেতা কামরুজ্জামান বাচ্চুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
ফম/এমএমএ/