কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষ থেকে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল মান্নান মজুুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.বোরহান উদ্দিন বিপ্লবের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,ইউপি সদস্য শাহ আলম পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মিজানুর রহমান,বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবুল বাসার, নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানার সুপার মাওলানা মো.সাদ্দাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন,মাওলানা শরিফুল ইসলাম।
ফম/এমএমএ/