কচুয়া (চাঁদপুর): চাঁদপুর জেলা সদ্য বিদায়ী পুলিশ সুপার (এসপি) মো.মিলন মাহমুদ বিপিএম (বার) কে বিদায় সংবর্ধনা দিয়েছে কচুয়া থানা পুলিশ।
রবিবার (১৬ জুলাই) দুপুরে কচুয়া থানা প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন,সবাকে অনুরোধ করবো একা পুলিশের পক্ষে সব ধরনের অপরাধ দমন করা সম্ভব না। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন এক সাথে ভালো থাকা যায়। সবাই মিলে সকল ইউনিয়ন,ওয়ার্ড ও পৌরসভাকে ভালো রাখি তাহলে কচুয়া থানাও ভালো থাকবে। এ থানার সকল কর্মকর্তরা আপনাদের মেধা যোগ্যতা দিয়ে আমাকে সহযোগীতার করেছেন। তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।
কচুয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (এসআই) মো.দেলোয়ার হোসেনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান মো.এম আখতার হোসাইন,বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের আয়ন ব্যয়ন কর্মকর্তা শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাহজলী,প্রভাষক শাহদাৎ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার,সাবেক সভাপতি মো.রাকিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাকিব প্রমুখ। এসময় কচুয়া থানার পুলিশ সদস্য ও সুুশীল সমাজের ব্যক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/