কচুয়ায় উপজেলা প্রশাসনের প্রস্তুস্তি মূলক সভা

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে

কচুয়া (চাঁদপুর):  সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুস্তি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলার ৪১টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে প্রস্তুস্তি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.ইব্রাহিম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,সাধারণ সম্পাদক সুজন পোদ্দার,ইউপি চেয়ারম্যান কবির হোসেন,রেজাউল মাওলা হেলাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু,বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন চন্দ্র দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর,সাধারণ সম্পাদক বিকাশ শাহা,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ প্রমূখ।

 

এসময় কচুয়া উপজেলা ৪১টি পূজা মন্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম