কচুয়ায় ইসলামপুর সপ্রাবিতে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে পুরস্কার বিতরণ করেন,উপজেলা আওয়ামী লীগের সি.যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড.হেলাল উদ্দিন।

এসময় তিনি বলেন,উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষাই মূল ভিত্তি। নারীর ক্ষমতায়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ^ ব্যাপী সমাদৃত হয়েছে। খেলাধূলা ছেলে-মেয়েদের মানষিক বিকাশ ঘটায়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.সোহাগ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আতাউল করিম রতনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো.আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, যুগ্ম-সাধারন সম্পাদক মনির হোসেন পাটওয়ারী,বাবুল গাজী প্রমুখ। এসময় চাপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও.মো.মনির হোসেন, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহ,সমাজসেবক মাস্টার আব্দুল মোতালেব,ইউপি সদস্য মিজানুর রহমান,বিলকিস আক্তার, প্রধান শিক্ষক আয়েশা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম