কচুয়ায় আশেক আলী খানের মৃত্যুবার্ষিকী পালিত

কচুয়া (চাঁদপুর): চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট আশেক আলী খানের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২ আগষ্ট) মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের আয়োজনে কোরআন খতম,কবর জিয়ারত শেষে দোয়া মিলাদ ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,প্রক্তন ছাত্র ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার।

এসময় আশেক আলী খান স্কুল এন্ড কলেজের জৈষ্ঠ্য প্রভাষক আহমেদ উল্লাহ, সহকারী অধ্যাপক মামুনুর রশীদ, ফারুক আহমেদ, সিনিয়র শিক্ষক জাকির হোসেন বিএসসিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন আশেক আলী খান জামে মসজিদের খতিব মুফতি মাওলানা বেলায়েত হোসেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম