কচুয়া (চাঁদপুর): কচুয়ায় পপুলার লাইফ ইন্সুরেস কোম্পানীর আল বারাকা ইসলামী বীমার মৃত্যুদাবী ও মেয়াদপূর্তি চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে কচুয়া বাজারের অবস্থিত আলবারাকা ইসলামী বীমার কার্যালয়ের সংস্থার জিএম মো.সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার।
এসময় বক্তব্য দেন, সংগঠনের ডিজিএম মো.নজরুল ইসলাম,এজিএম শওকত আলী মিয়াজী।
আলোচনা শেষে অতিথিবৃন্দ গ্রাহকদের মাঝে মৃত্যুদাবীর দুইটি চেকে ১ লাখ ৭২ হাজার টাকা ও মেয়াদপূর্তির ২১ জনের মাঝে ১৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করেন।
ফম/এমএমএ/