কচুয়ায় আগুনে পুড়েছে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনা কেউ হতাহত হয়নি। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যাবসায়ীদের।
বুধবার (২২মে) দিনগত রাতে উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নের আলীয়ারা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কচুয়া ও মতলব ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই সব পুড়ে যায়।
বাজারের হোটেল মালিক মো. রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দ্রুত আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে ৪টি মুদি দোকান, ৫টি গোডাউন, ৩টি ফার্মেসি, ১টি সেলুন, ১টি লন্ড্রি, ১টি মুরগির ফার্ম পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, ইউপি সদস্য আবুল কালাম ও হুমায়ুন কবির সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পাশে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের অফিসার মাহতাব মন্ডল জানান,  ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম