কচুয়ায় আওয়ামী লীগের তোরণে অগ্নিসংযোগ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত আওয়ামী লীগের তোরণ অগ্নিসংযোগ দিয়ে ফেস্টুন ও ব্যানার ছিরে ফেলেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালিয়াপাড়া-কচুয়া সড়কের নোয়াগাঁও নামকস্থানে তোরণ ও ফেস্টুনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘঠেছে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপির ও দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মো: গোলাম হোসেনের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার বাচ্চু, স্বেচ্ছাসেবীক লীগ নেতা শাহজালাল ও  পিন্টু জানান, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে  শেখ হাসিনার উন্নয়নচিত্র ও স্থানীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও গোলাম হোসেনর  ছবি সম্বলিত তোরনটি নির্মাণ করেন কর্মী সমর্থকবৃন্দ।
সোমবার ভোররাতে কে বা কাহার পেট্টল দিয়ে তোরণে অগ্নিসংযোগ করে জ¦ালিয়ে দেওয়ার চেষ্টা করে। কুয়াশার কারণে ও তোরণের বাঁশ কাঁচা থাকায় তোরণের নিচের অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা এ সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছবি সম্মেলিত ৩টি ফেস্টুন কুপিয়ে ছিন্নভিন্ন করে ফেলে। সংবাদ পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম সওদাগর জানান, যারা জননেত্রী শেখ হাসিনা ছবি ও উন্নয়ন চিত্র সম্বলিত তোরণে অগ্নিসংযোগ করেছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম