কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের হুথারবাড়ীর ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী গৌতম জানান, রোববার রাত ১১ টার দিকে নাহারা গ্রামের মিজানুর রহমানের ছেলে ফয়সালের দোকানে হঠাৎ আগুন দেখতে পাই । মুহুর্তেই এ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোকানের মালিক যুবলীগ নেতা ফয়সাল হোসেন জানান,সন্ধ্যায় ৮টার দিকে দোকান বন্ধ করে আমি শুশ^র বাড়িতে চলে যাই। পরে খবর পেয়ে এসে দেখি দোকানের সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানে থাকা অনেক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করি।
ফম/এমএমএ/