কচুয়া (চাঁদপুর): ইসলামী আন্দোলন কচুয়া শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) কচুয়া বিশ্ব রোডে অবস্থিত রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম।
বাংলাদেশ ইসলামী আন্দোলন কচুয়া শাখার সভাপতি মুফতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাপ শাহ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন,সাধারণ সম্পাদক কেএম ইয়াসিন রাশেদ সানি,সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিনুরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, কচুয়া শাখার উপদেষ্টা মাওলানা জুবায়ের আহমদ প্রমখ।
ফম/এমএমএ/