চাঁদপুর: কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে চাঁদপুর জেলা ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে মঙ্গলবার ( ১৬ জানুয়ারি ) অনুষ্ঠিত খেলায় কক্সবাজারের সাথে ৯ উইকেটে জয়লাভ করে চাঁদপুর। আজ বুধবার ২য় ম্যাচে চাঁদপুর খেলবে ব্রাক্ষনবাড়িয়ার সাথে।
মঙ্গলবার টসে জয়লাভ কওে কক্সবাজার প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয়। তারা ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২ রান করে। বল হাতে চাঁদপুরের পক্ষে ইমতিয়াজ ৪ ও মুরাদ ৩টি কওে উইকেট নেন।
চাঁদপুর জেলা দল ৩৩ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৫ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে ব্যাট হাতে মাহনাব চৌধুরী ২০ ও রাতুল ৮ রান করে।
চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলোঃ আবরার রশিদ সাফি, মাহনাব চৌধুরী, রাতুল দাস, মাহমুদুল হাসান, অমিত হাসান, ইলিয়াছ, ইমতিয়াজ, অনিমেশ, মুনতাসির, মুরাদ ও ফারদিন।
ফম/এমএমএ/