কক্সবাজারকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে চাঁদপুর জেলা

চাঁদপুর: চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চাঁদপুর  জেলা ক্রিকেট দল।

মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারি)  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন কক্সবাজার ও চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কক্সবাজার জেলা ক্রিকেট দল।  দলটির ৩৩ ওভার ৩  বলে সব কটি উইকেট হারিয়ে ৯৩ রান করে।  বল হাতে চাঁদপুরের পক্ষে ফারদিন ১০ ওভারে ১৫ রানের বিনিময়ে ৫ টি উইকেট নেন।

চাঁদপুর জেলা ক্রিকেট দল ৯৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। চাঁদপুরের দলটি ২৬ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করেন।  দলের পক্ষে ব্যাটাতে আব্দুল্লাহ ২৪ ও আবরার রশিদ ১৭ রান করেন। আগামী ২৭ তারিখ ফাইনালে লড়বে চাঁদপুর জেলা ক্রিকেট দল।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল : আবরার রশিদ শাফি,  আতিকুর রহমান, ফারহান, সিয়াম,  আব্দুল্লাহ, ফারদিন, তাহমিদ, সানজিদ, শাহজালাল মিয়াদ ও জুনায়েদ। কোচ – পলাশ কুমার সোম।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম