ওয়ারুক রহমানিয়া উবি’র সভাপতি মোহাম্মদ ইয়ামিন

শাহরাস্তি (চাঁদপুর): শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ ইয়ামিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় পরিচালনা কমিটির সদস্যদের প্রস্তাব সমর্থণের ভিত্তিতে তাঁকে নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, ওইদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ম্যানেজিং কমিটি গঠনকল্পে সভা বসে। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের মোঃ জামাল হোসেনের পক্ষ থেকে মোহাম্মদ ইয়ামিনের নাম প্রস্তাব করা হয়। বাকী সদস্যদের সমর্থনের ভিত্তিতে তাঁকে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য মোহাম্মদ ওমর ফারুক, অভিভাবক সদস্য আবদুর রহিম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জাকির হোসেন, নূর মোহাম্মদ খান, সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার, শিক্ষক প্রতিনিধি মোঃ জহিরুল আমিন, মোহাম্মদ মোস্তফা কামাল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার মজুমদার।

এছাড়া সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম