চাঁদপুর: জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার বার্ষিক আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার মাদ্রাসা মিলনায়তনে বিষয়ভিত্তিক আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মসজিদ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী খান, শাশিয়ালী মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মোহাম্মাদ আবু মুসা, বিশিষ্ট আলেম মাওলানা বেলাল হোসেন রাজি, ইকবাল হোসেন তালুকদার।
মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান মোল্লার সভাপতিত্বে প্রধান শিক্ষক মাওলানা মোঃ আল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নুর হোসাইন বান্না, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশারফ হোসেন, ব্যবসায়ী শাহ জামাল গাজী সোহাগ, মোহাম্মদ নাসির উদ্দিন গাজী প্রমুখ।
জামিয়া ইসলামিয়া ফজলে উলুম মাদ্রাসার এবারের বার্ষিক প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক বাংলা ভাষার উপর আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী (মিজান জামাত) মোঃ আব্দুর রহিম। দ্বিতীয় স্থান অর্জন করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী (হেদায়েতুন্নাহু জামাত) হাফেজ মোহাম্মদ হেদায়েত উল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী (তাইসির জামাত) হাফেজ আব্দুল কাদের। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফম/এমএমএ/