
অষ্ট্রেলিয়ান রাজ্য সাউথ অষ্ট্রেলিয়া সরকার সীমান্তে নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে। করোনার সর্বশেষ সংক্রমণ ‘ওমিক্রন’ ঠেকাতে তারা এ উদ্যোগ নিয়েছে।
সাউথ অষ্ট্রেলিয়ায় বৃহস্পতিবার নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৬ জন শনিবার একটি স্কুলের পুনর্মিলনীতে অংশ নিয়েছিল। ধারনা করা হচ্ছে বাকী দুজন অন্য কোন রাজ্যে সংক্রমিত হয়েছে।
করোনার ওমিক্রন ধরন নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে সাউথ অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্টিভেন মার্শাল ঘোষণা করেছেন, নিউ সাউথ ওয়েলস রাজ্যের সকল ভ্রমণকারীকে সাউথ অষ্ট্রেলিয়ায় আসার পর অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে।
এছাড়া এ রাজ্য আন্তর্জাতিক ভ্রমণকারীদের কোয়ারেন্টিনের মেয়াদ এক সপ্তাহ থেকে বাড়িয়ে ১৪ দিন করেছে।
মার্শাল বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি বিস্মিত নন। তবে ওমিক্রন পরিস্থিতি বিশেষ ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
উল্লেখ্য, অষ্ট্রেলিয়ায় বৃহস্পতিবার ১৭শরও বেশি লোক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। দেশটি বর্তমানে করোনার তৃতীয় দফার সংক্রমণ মোকাবেলা করছে।
ফম/এমএমএ/শাপ/