ওজিএসবি চাঁদপুর জেলা শাখার কমিটি গঠনকল্পে আলোচনা সভা

চাঁদপুর: বাংলাদেশের প্রসূতি ও গাইনী চিকিৎসকদের ঐতিহ্যবাহী সংগঠন অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চাঁদপুর জেলা শাখার কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) রাতে চাঁদপুর প্রেসক্লাবের ভবনের দ্বিতীয় তলা এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রসূতি ও গাইনী চিকিৎসকদের ঐতিহ্যবাহী সংগঠন অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সভাপতি প্রফেসর ফেরদৌসী বেগম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশীদ, চাঁদপুর মেডিকেল কলেজের গাইনী কলোজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. আফরোজা বেগম, চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জি এম শাহীন। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক সাহালা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র গাইনী চিকিৎসক ডা. কামরুল ইসলাম, ডা. ফাতেমা বেগম, ডা. তাবেন্দা আক্তার, ডা. শামছুন্নাহার তানিয়া, ডা. শারমিনা হক, ডা. আয়শা আফরোজ লুনা, ডা. জান্নাতুল মাওয়া সহ অন্যান্য চিকিৎসকগণ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম