ঐতিহাসিক ৭ মার্চের কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসন

চাঁদপুর: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় “ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২” উদযাপন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হতে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় অনুষ্ঠান চলার সময় চাঁদপুর প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম