ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর): এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বক্তব্য বয়ে আনে বাঙালী জাতির মুক্তির বার্তা। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন।

এই দিনটি স্মরণীয় করতে রাখতে প্রতি বছর ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার মোজাম্মেল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, সমবায় কর্মকর্তা মোঃ ফারুক আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া, ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছরিন সুলতানা প্রমুখ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম