চাঁদপুর : সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশ (এসওএসবি) চাঁদপুর জোনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের ছায়াবানী মোড় অনন্যা মার্কেটে রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন এসওএসবি নির্বাহী কাউন্সিল এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ ফিরোজ কাদের।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধ হওয়া প্রসঙ্গে কিছু কথা উঠেছে। এটি কখনো হতে দেয়া যাবে না। আমরা যারা ঢাকায় রয়েছি সকলেই এই বিষয়ে কথা বলবো। কারণ একজন শিক্ষার্থী এখান থেকে কোর্স সম্পন্ন করে একজন বড় চিকিৎসক হবেন এবং যোগ্য স্থানে দায়িত্ব পালন করবেন। কিন্তু তিনি তখন কি পরিচয় দিবেন। তিনি যে প্রতিষ্ঠান থেকে চিকিৎসক হয়েছেন তার কোন অস্তিত্ব নেই। এই বিষয়টি আমাদের সকলের চিন্তার বিষয়। আমাদের সকলে ঐক্যবদ্ধ থেকে এই মেডিকেল কলেজের বাস্তবায়ন করতে হবে।
এ সময় তিনি ছাত্র জীবনের স্মৃতি চারণ করেন। তিনি শিক্ষা জীবনে গণি মডেল উচ্চ বিদ্যালয়ে পড়েছেন। ওই সময় তাঁর সাথে পড়েছেন এমন কয়েকজনকে সব চিকিৎসকদের সাথে পরিচয় করিয়ে দেন। চাঁদপুরে তাঁকে আমন্ত্রণ করায় আয়োজকদের ধন্যাবাদ জানান।
অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী কাউন্সিল এর সম্মানিত সভাপতিসহ অন্যান্য নেতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসওএসবি চাঁদপুর জোনাল অর্গানাইজিং সেক্রেটারী ও চাঁদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারী) ডাঃ মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন সংগঠনের নির্বাহী কাউন্সিল এর যুগ্ম মহাসচিব ডাঃ আহমেদ সামি আল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আবু সায়েম।
আরো বক্তব্য দেন চাঁদপুর মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ডাঃ সালেহ উদ্দিন, অধ্যাপক ডাঃ সালেহ আহমেদ, ডাঃ মুকিত শফিউল আলম, ডাঃ এমএ গফুর মিয়া, ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ডাঃ মাহবুব আলম ও চাঁদপুর মেডিকেল কলেজ এর সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মো. হাসানুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্যাহ, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিএম শাহীন।
ইফতার মাহফিলে চাঁদপুর মেডিকেল কলেজ, সরকারি জেনারেল হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/