চাঁদপুর : ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত তখকালিন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারীনেত্রী বেগম আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, আইভী রহমান ছিলেন একজন নিরহংকারী নেত্রী। তিনি কখনো ক্ষতাকে পুঁজি করে রাজনীতি করেননি। তিনি পদে থেকেও সাধারণ নেত্রীর মত সাধারণ নেতাকর্মীদের সাথে মিশে যেতো।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের আদর্শ নিয়ে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারি। শেখ হাসিনা মাথা নত করতে রাজি না। আমরা বঙ্গবন্ধুর পরে পেয়েছি একটি নেত্রী শেখ হাসিনা। বিদেশেরা চায় দাসত্ব সরকার। আমরা নেতাকর্মীরা এক থাকলে তা তারা পারবে না। ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, পৃথিবীর কোন সরকার এমন কাজ করেছে কি না জানি না। ১৫ আগষ্ট জাতির পিতাসহ তাঁর পরিবারকে হারিয়েছি, ২১ আগষ্ট নেত্রীর উপর আবারো হামলা হয়েছে। আমরা ঐক্যবদ্ধ না হলে আওয়ামী লীগ আরো ক্ষতির সম্মুখীন হবে।
জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, মহিলা আওয়ামী লীগের সদস্য আমেনা বেগম প্রমূখ।
ফম/এমএমএ/