চাঁদপুর: মাদক কে না বলুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন, যোতুক কে না বলুন এ স্লোগানে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমি মাঠে ঐক্যতান তরুণসংঘ ক্লাব ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট -২০২১ ফাইনাল খেলা রেলওয়ে কাঁচা কলোনী যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা শ্রমিক লীগের সদস্য মোঃ জুয়েল পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মালেক মোল্লা, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মাঝি।
বক্তব্য শেষে চ্যাম্পিয়ন নীরব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে এলইডি টিভি ও রানারআপ অপু স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে মোবাইল ফোন, সেরা খেলোওয়ার, সেরা গোলদাতা এবং সকল খেলোয়াড়দের মাঝে মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় টুর্নামেন্ট কমিটির আহবায়ক শাহাদাত হোসেন রুবেল, যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ, মোঃ সবুজ, সদস্য সচিব আহম্মেদ জুয়েল, যুব সমাজের মধ্যে আমিন গাজী, শরীফ মৃধা, মনির হোসেন মানিক অতিথিবৃন্দকে বরন করে নেন।
খেলায় নির্ধারিত সময়ে নিরব স্পোর্টিং ক্লাব ( ১ ) – অপু স্পোর্টিং ক্লাব ( ১ ) গোলে খেলা সমতা না হওয়ায় দু- দলের সম্মতিতে অতিরিক্ত ১০ মিনিট সময় বাড়ানো হয়, তা না হওয়ায় ট্রাইব্রেকার উভয় দল ৫ – ৬ গোল করে ১ গোলের ব্যবধানে নিরব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার বিজয় অর্জন করে।
ফম/এমএমএ/