চাঁদপুর: ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) শুরু হওয়ার প্রথম দিন চাঁদপুর সদরের পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
রবিবার (১৪ নভেম্বর) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সমূহ পরিদর্শন করেন।
এসময় তিনি পরীক্ষা কেন্দ্রসমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন এবং পরীক্ষাকার্যে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় সাথে ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।
ফম/এমএমএ/