এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অসদুপায় অবলম্বন দায়ে এক শিক্ষার্থী বহিষ্কার

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথম দিনে অসদুপায় অবলম্বন দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বিতারা ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষার প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা চলাকালীন সময়ে নাছিম আহমেদ নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরীক্ষার্থীকে বহিষ্কার করেন- কেন্দ্র সচিব মাওলানা মো. মনির হোসেন। এছাড়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার পরীক্ষার কেন্দ্রে ১৪৪ ধারা আইন অমান্য করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে আশিক নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। এক শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে ১৪৪ ধারা আইন অমান্য করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার দায়ে আশিক নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য যে, উপজেলায় এসএসসি পরীক্ষায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ২ শত ৬৬জন পরীক্ষার্থী অংশগ্রহনের মধ্যে ৬৭জন অনুপস্থিত, ৩ হাজার ১ শত ৯৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। ভোকেশনাল ২টি পরীক্ষার কেন্দ্রে ২শত ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ অনুপস্থিত ২শত ৬০জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। দাখিল পরীক্ষায় ৩টি কেন্দ্রে ১ হাজার ৩শত ৫৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮জন অনুপস্থিত, ১হাজার ৩ শত ৯জন শিক্ষার্থী অংশ নেয়।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম