চাঁদপুর: চাঁদপুরে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় চাঁদপুর বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুর হোসেন খান, সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, কচুয়া উপজেলার সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সহ সভাপতি প্রভাষক মোঃ সাইফুদ্দিন, হাজীগঞ্জ-শাহরাস্তি হাইমচর উপজেলা ও পৌরসভা কেন্দ্রীয় শ্রমিক দলের গণতান্ত্রিক সদস্য সাদ্দাম হোসেন পাটোয়ারী, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলার আহবায়ক ও সদস্য সচিব গান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৬ অক্টোবর পার্টির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/