মতলব উত্তর (চাঁদপুর): রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান কর্তৃক চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। সেই সাথে তার মনোনয়নপত্র গ্রহন করেছেন বলেও ঘোষনা দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর জেলা রিটানিং কর্মকর্তা।
৪ ডিসেম্বর সোমবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর-২ আসনে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। সেই সাথে স্বতন্ত্র এমপি প্রার্থী আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী এম ইসফাক আহসান (সিআইপি) মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটানিং কর্মকর্তা। তার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মনোনয়নের বিবরণ তুলে ধরেন বৈধ ঘোষনা করেন জেলা প্রশাসক।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মানবতার নেতা খ্যাত এম ইসফাক আহসান। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন এবাবের নির্বাচনে দলীয় নেতৃবৃন্দ স্বতন্ত্র এমপি প্রার্থী হতে পারবেন। যার জনপ্রিয়তা আছে তিনিই ভোটে নির্বাচিত হবেন। জনগন যাকে মনে করবেন তাকেই ভোট দিবেন। তাই আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা মত স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো জাতিকেই আশ্বাস দিয়েছেন নির্বাচন ১০০ ভাগ সুষ্ঠু হবে। এ পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে হয়ে আসছে। তাই নিজেও অত্যান্ত আনন্দিত সকল কার্যক্রমের ব্যপারে। প্রচার প্রচারণা এবং ভোগ গ্রহনও সুষ্ঠু হবে বলে আমি বিশ^াস করি। জনগণ যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। জনগণের উপর আমার আস্থা আছে, বিগত দিনের কর্মকান্ড দেখে আমাকেই ভোট দিবেন এবং আমিই জয়যুক্ত হব, ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, মতলব পৌরসভার কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, এম ইসফাক আহসানের সমর্থনকারী আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, প্রস্তাবকারী জেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার সহ দলীয় নেতারা।
ফম/এমএমএ/