‘এভারগ্রীন ক্লাব যেমন আমাকে ভালোবাসে আমিও এক্লাবের প্রতি দুর্বল’

----- আবদুল্লাহ আল মাহমুদ জামান

চাঁদপুর : পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের মূখ্য পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, এভারগ্রীন ক্লাব আমাকে আসলেই সত্যিই ভালোবাসে। দীর্ঘদিন যাবত আমি চাঁদপুর জেলায় কাজ করায় সুযোগে অনেকের সাথেই আমার সুসম্পর্ক গড়ে উঠেছিলো। আমি বিদায়কালেও বলেছিলাম এভারগ্রীন ক্লাবের সাথে আমার সম্পর্ক সবসময়ই আছে এবং থাকবো।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টে নবম এভারগ্রীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল মাহমুদ জামান আরো বলেন, আমি আনন্দিত এই অনুষ্ঠানে আসতে পেরে। এভারগ্রীন ক্লাব যেমন আমাকে ভালোবাসে আমিও এক্লাবের প্রতি দুর্বল। এবারগ্রীন ক্লাবের সাথে সবসময়ই আছে। দোয়া করবেন দেশের জন্যে যেন ভালোভাবে কাজ করতে পারি।

এভারগ্রীন ক্লাবের সভাপতি ডা. জালাল উদ্দিন রুমি’র সভাপতিত্বে ও ক্লাবের মিডিয়া ও প্রচার সম্পাদক গিয়াস কবির এবং  ক্রীড়া সম্পাদক লক্ষন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূইয়া, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর হোসেন রুবেল,  জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামসহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম