এবার ইরানি নির্মাতার সিনেমায় জয়া

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ইরানি প্রজেক্টে কাজ করছেন।

বাংলাদেশে একটি প্রজেক্ট করতে ‘দিন-দ্য ডে’খ্যাত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তার টিম চষে বেড়াচ্ছেন রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা।

বিভিন্ন সূত্রের খবরে ও সরেজমিনে গিয়ে সেটার সত্যতাও পাওয়া গেল।

৪ এপ্রিল বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায় ইরানি টিম জয়া আহসানকে নিয়ে সকাল থেকেই শুটিং শুরু করে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমার নাম ‘ফেরেশতে’। যেখানে জয়া আহসান নাম ভূমিকা ‘ফেরেশতে’ চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু। দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে। জানা যায়, প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম। বেশিরভাগই হবে ডে-শ্যুট।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম