চাঁদপুর: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃর্তী সন্তান মোঃ শাহাবুদ্দিন অনু।
গত সোম ও গতকাল বুধবার শীর্ষ পদসহ পরিচালক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সহসভাপতি মাহবুবুল আলম এবার এফবিসিসিআইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
মোঃ শাহাবুদ্দিন অনু বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী। তিনি প্যাসিফিক এসোসিয়েট লিঃ ঢাকা ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক এবং চাঁদপুরের নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান শাহাবুদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
শাহাবুদ্দিন অণু একজন সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী হিসেবে চাঁদপুরের সকল মহলের কাছে পরিচিতজন। রাজধানীর গুলশানে নিজের বাড়ি থাকলেও পৈত্রিক বাড়ি চাঁদপুর শহরের নাজির পাড়া।
মোঃ শাহাবুদ্দিন অনু বলেন, ‘আমি নতুন এই দায়িত্ব পেয়ে অত্যন্ত উচ্ছসিত। দেশের ব্যবসা-বাণিজ্য,অর্থনীতির উন্নয়নে ও ব্যবসায়ীদের কল্যাণে আমার ওপর অর্পিত এই দায়িত্ব আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করবো।
এদিকে,মোঃ শাহাবুদ্দিন এফবিসিসিআই নির্বাচনে ডিরেক্টর নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ। চাঁদপুর জেলা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য মোঃ শাহাবুদ্দিন কেন্দ্রীয় সংগঠনের ডিরেক্টর নির্বাচিত হওয়ায় তারা গর্বিত।
ফম/এমএমএ/