মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা এবং সনদ বিতরণ ২০২২ ও ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এবং বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় উপজেলার ২৩৭ টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আজকে যারা শিশু তারাই আগামী দিনে দেশের হাল ধরবে। তাই আমাদের কাছে প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ। কে হারলো কে জিতলো তা দেখার বিষয় নয়। তবে সবাইকে পরিচর্যা করতে হবে এবং সঠিক শিক্ষা দিতে হবে, যাতে করে আগামী দিনে আরো ভালো কিছু করতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এনালগ থেকে ডিজিটাল করেছেন। এখন আবার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। আর তা স্বাধীনতা বিরোধীরা সহ্য করতে না পেরে বিভিন্ন ভাবে দেশীয় এবং আন্তজার্তিক ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে জবাব দিয়ে দিবে।
ফম/এমএমএ/