কচুয়া (চাঁদপুর): এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেন কচুয়ায় দলীয় নেতাকর্মীদের ও সাধারণ জনগনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (১১ জুলাই) বিকালে কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ওই ইউনিয়নের খাজুরিয়া লক্ষীপুর, নাউপরা, শাকুরা, কৌটোবা, চান্দিয়াপাড়া, উচিতগামা, আমুজান ও রহিমানগর এলাকার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ সাধারন জনগনের সাথে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
কুশল বিনিময় শেষে রহিমানগর বাজারে পথসভায় বক্তব্য কালে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড চাঁদপুরের কচুয়া-১ আসন থেকে যৌথ ভাবে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয় । আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনমতের ভিত্তিতে আমাকে কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামী সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন বলে আমি বিশ^াস করি। উপজেলা ১২টি ইউনিয়নে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিটি ইউনিয়নে পতসভা ও গনসংযোগ করে আসছি। আমি মনে করি জনগনই আমার শক্তি।
ঈদেও শুভেচ্ছা বিনিময় ও গনসংযোগকালে , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহরিয়া শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাজাহান, যুবলীগ নেতা মনির হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মনির প্রধান প্রমুখ।
ফম/এমএমএ/