এতেকাফকারী ও এলাকাবাসী সম্মানে শহর জামায়াতের ইফতার মাহফিল

মিশন রোড শাহী জামে মসজিদে

চাঁদপুর: চাঁদপুর শহরের মিশন রোড শাহী জামে মসজিদে  এতেকাফকারী ও এলাকাবাসীর সম্মানে শহর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বাদ আসর হইতে মিশন রোড শাহী জামে মসজিদ দোয়া ও ইফতার মাহফিলে শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান আলোচনা করেন।
এসময় তিনি ফিলিস্তিনে গাজা বাসীর জন্য দোয়ার প্রার্থনা করেন এ সময় তিনি ২৪ এর আন্দোলন সহ বিগত দিনে দেশ ও ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করেন।তিনি এতেকাফকারী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম আগামীদিনেও যে কোন প্রয়োজনে আপনাদের খেদমতে পাশে থাকব ইনশাআল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী সাবেক শহর আমির অধ্যাপক শাহ আলম শহর সেক্রেটারি সেখ বেলায়েত হোসেন সহকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিশন রোড শাহী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম