এতিম শিশুদের ঈদ আনন্দে জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর: চাঁদপুর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ উপভোগ করলেন এবং আনন্দের মাত্রা বাড়িয়ে দিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

ঈদের দিন বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে তিনি সরকারি শিশু পরিবারে আসেন। তিনি শিশুদের সাথে পবিত্র ঈদুল আজহা’র আনন্দ উৎসবে যোগ দেন এবং শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শিশুদের জন্য আইসক্রিম নিয়ে আসেন। তিনি শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরু কুরবানি করা হয়। শিশুরা পরম মমতায় একে অপরকে মেহেদী পরিয়ে দেয়। দিনভর চেয়ার সিটিং, পিলো পাসিংসহ বিভিন্ন খেলাধুলায় মেতে উঠে। এদিন বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম