মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জসিম উদ্দিনের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত সভায় নৌকার প্রার্থী হিসেবে তিনি সকলের কাছে ভোট চান। সভায় হাজার হাজার নারী পুরুষ ও দলীয় নেতাকর্মী অংশ গ্রহণ করেন। উপস্থিত সকলে আসন্ন এখলাছপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস ব্যক্ত করেন।
এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন প্রমুখ।
বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জসিম উদ্দিন বলেন, আমি নির্বাচিত হওয়ার পর এখলাছপুর ইউনিয়নকে মাদক মুক্ত করাই হল আমার মূল লক্ষ্য। মাদক মুক্ত হলে আলোকিত হবে যুব সমাজ। মাদক ছেড়ে লেখাপড়া ও কর্মসংস্থানের দিকে এগিয়ে চলবে এলাকার যুবকরা। তাই মাদক মুক্ত করতে হবে এখলাছপুর ইউনিয়নকে। বিগত কিছু দিনে এই ইউনিয়নে বহু মামলা নিষ্পত্তি হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর এখলাছপুর ইউনিয়নে কোন মামলা হবে না। যা কিছু ঘটবে গ্রাম আদালতে নিষ্পত্তি করা হবে। এতে করে ইউনিয়নের জনগণ হয়রানি হবে না। তিনি আরও বলেন, ইউনিয়ন বাসীকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজ গুলো বাস্তবায়ন করবো। যাতে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা ও বর্তমান সরকারের লক্ষ্য উন্নত বাংলাদেশ গড়ার ইউনিয়ন পর্যায়ে নিশ্চিত হয়। তিনি নৌকা প্রতীক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, জেলা যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা কৃষক লীগের সদস্য নেতা মুজাম্মেল হক, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাহফুজুর রহমান মিয়াজী।
ফম/এমএমএ/