এক ফোঁটা জল

কবি মোঃ সালাহ্উদ্দিন হাজরা

এক ফোঁটা জল প্রয়োজন সূর্য থেকে,
তবেই মনের আগ্নেগিরি নিভাবে লোকে।
সূর্যের কাছে জল নেই আছে আগ্নেগিরি,
উত্তপ্ত মস্তিষ্কের জ্বালানি কাঁড়ি কাঁড়ি।
জ্বলছে গ্ৰহ নক্ষত্র সৌরজগৎ পৃথিবী,
জ্বালাতে জানে কাঁদতে জানে না রবি।
পৃথিবী এক ফোঁটা জল কোথায় পেলো,
তার হাত ধরে সাগর মহাসাগর এলো।
জ্বলে জ্বলে পৃথিবী কাঁদতে শিখে ছিল,
মঙ্গল পৃথিবীর দুঃখ ভাগ করে নিল।
মঙ্গলের হৃদয়ে জমেছে বরফ জল,
পৃথিবীর সাথে মঙ্গলের কান্নার ফল।
সৌরজগতও কি একদিন কেঁদে উঠবে,
স্বচ্ছ জলের স্রোত চারিদিকে ছুটবে।
প্রাণের উচ্ছ্বাস জেগে উঠবে গ্ৰহে গ্ৰহে,
যোগাযোগ ধমনি ছড়াবে অবাস্তব নহে।
কবে যে ঐ সূর্যের জ্বালানি ফুরাবে,
জ্ঞানের আলো সৌরজগতকে নাড়াবে।
মনের কাছে দূরত্ব হবে পরাজিত,
মানুষ জ্বলে উঠবে সূর্যের মতো।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর‌।
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম