চাঁদপুর: চাঁদপুরের সাহিত্য সংগঠন ‘চর্যাপদ সাহিত্য একাডেমি’র সভাপতি নুরুন্নাহার মুন্নির কাব্য ‘আধখোলা জানালার আলাপ’ এখন পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থ মেলায়।
বইটি পাওয়া যাবে মেলার ৫৯২-৫৯৩ নম্বর স্টলে। মূল্য ২৫০টাকা।
বইটির বিষয়ে কবি নুরুন্নাহার মুন্নি জানান, এবারের অমর একুশে গ্রন্থমেলায় রয়েছে আমার কাব্য ‘আধখোলা জানালার আলাপ’। প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ শিল্পী আইয়ূব আল আমীন।
বইটির অন্তরজমিনে পাঠক যখন প্রবেশ করবে তখন পাঠক প্রকৃতির নৈর্সগে ডুবে যেতে যেতে প্রেমের আকাশ পাতাল চষে বেড়াবেন; মানবপ্রেম,সমাজের ইতিবাচক নেতিবাচক বাচনভঙ্গিও বেরিয়ে আসবে কখনো সখনো; নারীকণ্ঠের প্রতিবাদী আওয়াজ নাড়িয়ে তুলবে পাঠকের বিবেক। মাতৃভূমির প্রতি প্রেম, সশ্রদ্ধ ভক্তি বন্দনাসহ সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে নতুন প্রজন্মের প্রতি রয়েছে উদাত্ত আহ্বান। মুক্তির নতুন স্বাদ জাগানিয়া তারুণ্যদীপ্ত আহ্বান গ্রন্থটির পরতে পরতে।
ফম/এমএমএ/