চাঁদপুর: রমজান মাস আসলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়তে থাকে। ব্যবসায়ীদের ধারণা রমজান মাসই হচ্ছে অধিক মুনাফা করার বড় ধরণের সুযোগ। এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে পারেনি চাঁদপুরের ব্যবাসয়ীরা। প্রতি হালি লেবু বিক্রি করছেন ৪০টাকা। হকার আর বাজারের দোকানীর মধ্যে কোন পার্থক্য নেই। নতুন বাজার একজন হকারকে দেখাগেল ৩ হালি লেবু বিক্রি করছেন ১০০টাকায়।
সোমবার (২৭ মার্চ) শহরের নিউ ট্রাক রোডে বাঙ্গি বিক্রি করছেন এক হকার। তিনি বলেন, শহরের কালিবাড়ী এলাকায় কোন বিক্রি করতে দেয়া হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ সড়কে দাঁড়াতে দেয় না। যে কারণে কম মূল্যে বাঙ্গি বিক্রি করছেন তিনি। প্রতি পিস বাঙ্গি গড়ে ৩০ থেকে ৪০টাকা বিক্রি করছেন।
নতুন বাজার পৌর নিউ মার্কের সামনে লেবু বিক্রি করছেন দুই জন হকার। একজন মার্কেটের বারান্দায়, আরেকজন ভ্যানগাড়ীতে। ভ্যান গাড়ীতে পা উঠিয়ে লেবুর দাম হাকছেন। দাম জিজ্ঞাসা করা হলে জানালেন-প্রতি হালি ৪০টাকা। ৩ হালি নিলে ১০০টাকা।
নতুন বাজারের ভিতরে গিয়ে দেখাগেল একই দামে বিক্রি হচ্ছে লেবু। প্রতি হালি ৪০টাকা। বড় সাইজের এলাচি লেবু প্রতি হালি ৮০টাকা। রমজানের পূর্বে শসা প্রতি কেজি ৩০-৪০টাকা থাকলেও এখন প্রতি কেজি ৫০টাকা।
ফম/এমএমএ/