একমাস ফুটপাত দখলমুক্ত করতে চাঁদপুর শহরে থাকবে ম্যাজিস্ট্রেট

চাঁদপুরে ঈদযাত্রাকে নিরাপদ রাখতে প্রস্তুত প্রশাসন

সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরে ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রস্তুতি মুলক সভা করেছে জেলা প্রশাসন।  বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌ ও সড়ক পথের পরিবহন সেক্টরের নেতাদের সাথে এই সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সড়ক ও নৌ-পথের দায়িত্বশীল প্রতিনিধিরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে- ঈদকে সামনে রেখে নৌ-পথে অতিরিক্ত যাত্রী ও লঞ্চের ছাদে যাত্রী নেয়া যাবে না। অতিরিক্ত ভাড়া, লঞ্চ শ্রমিকদের আলাদা ড্রেস, পরিবহন চালকদের পর্যাপ্ত ঘুম, যানজট সৃষ্টি না করা। বিপদ সংকেতের উপরে যাত্রী নেয়া হবে না। প্রতি লঞ্চে আনসার নেয়া নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।

এছাড়া একমাস ফুটপাত দখলমুক্ত করতে চাঁদপুর শহরে থাকবে ম্যাজিস্ট্রেট বলে জানান জেলা প্রশাসক। দুর্ঘটনা এড়াতে নৌ-পথে রাতের বেলায় স্প্রীড বোট চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

সড়ক পথে কালীবাড়ী মোড়ে, বাবুরহাট, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।

প্রস্তুতিমুলক সভায় বক্তব্য দেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান,  অতিরিক্ত পুলিশ ( প্রশাসন ও অর্থ ) লুৎফুর রহমান, বিআইডব্লিটিএর উপ-পরিচালক মাহফুজুল আলম সজল, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট  নেতারা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম