‘একটি সুশৃংখল জনসভা করতে সকলের সহযোগিতা চাই: মানিক’

১৭ ফেব্রুয়ারি হাসান আলী মাঠে জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা 

চাঁদপুর: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহা সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি।
১৭ ফেব্রুয়ারি চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এ জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের বিপনীবাগস্থ পার্টি হাউজ কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বক্তব্যে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ,অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারি ২০১২ সালের আন্দোলনের স্মৃতি বিজড়িত  হাসান আলী মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো আমরা একটি সুন্দর জনসভা করতে চাই। চাঁদপুরের জনগণ দেখবে, তারেক রহমান দেখবে,দেখে বলবে আমরা প্রস্তুত আগামী নির্বাচনের ও নির্বাচন দিতে যদি এদিক সেদিক করে আন্দোলনের জন্য আমরা প্রস্তুত। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান ব্যাতিত কারো ছবির ব্যানার পোস্টার জনসভায় থাকতে পারবে না। এর ব্যত্যয় ঘটলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি সুশৃংখল জনসভা করতে সকলের সহযোগিতা চাই।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, শরীফ মোহাম্মদ ইউনূছ, দেওয়ান সফিকুজ্জামান, হুমায়ুন কবীর, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাডঃ হারুনুর রশীদ সাংগঠনিক সম্পাদক শামছল ইসলাম মন্টু, সদর থানা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান ও সহ-সভাপতি মোহাম্মদ হোসেন।
এসময় বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির সভাপতি সম্পাদক প্রস্তুতি সভায় বক্তব্য দেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম