একটি নির্বাচিত সংসদ ও সরকারের মাধ্যমেই এদেশে আবারো শাস্তির সুবাতাস বইবে

----- সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ

ফরিদগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তারা আজ স্বাধীন ভাবে কথা বলতে পারছে। এই প্রথম আমরা সকলে একত্রে মিলে ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাতে অংশ নিতে পেরেছি কোনরূপ ঝামেলা ছাড়াই। কিন্তু তাই বলে এখনই সব পেয়ে গেছি, এমনটা ভাবার সুযোগ নেই। পথ এখনো অনেক দূর। আমাদেরকে একটি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেই নির্বাচনে এদেশের কোটি কোটি জনগণ নিজেদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠাবেন। একটি নির্বাচিত সংসদ ও সরকারের মাধ্যমেই এদেশে আবারো শাস্তির সুবাতাস বইবে। সেজন্য আমরা অন্তবর্তী সরকারের কাছে দ্রুত আগামী জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত রোডম্যাপ ঘোষনা করার আহ্বান জানাচ্ছি। কারণ একটি গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে দেশকে স্থিতিশীল ও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং বিএনপির ভাইসচেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকালে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ¥ীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন। তিনি বলেন, আমাদের প্রানপ্রিয় নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেইজন্য সকলে দোয়া করবেন। একই সাথে আমাদের দেশনায়ক তারেক রহমানও যেভাবে বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে চলেছেন তার জন্যও দোয়া করবেন।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি ফারুক মোল্লা রিপন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি অ্যাড. জাকির হোসেন সিরাজী, উপজেলা যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক মাসুদুর রহমান মুন্সী, মাহবুব মোর্শেদ কচি, হাসান পাটওয়ারী, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান আশু, নুরুল ইসলাম কাজী, সাবেক ছাত্রনেতা আকতার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্মসম্পাদক রহমুত উল্ল্রাহ, যুবদল নেতা রাকিব হওয়ালাদার ।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম রাঢ়ী, যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, পৌর বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, যুবদল নেতা সোহেল খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহব্বায়ক রাসেদ আলম, মহিন আহম্মদ, সুজন আখন প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি সাবেক এমপি নিজে উপস্থিত নেতাকর্মী ও মুসুল্লীদের ইফতার সামগ্রি বিতরণ করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম