একটা চাকরি চাই, গানটি মুক্তি পাবে আগামী শনিবার

বিনোদন ডেস্ক:  একটা চাকরি চাই – এই শিরোনামে গানটি মুক্তি পাবে আগামী শনিবার (১৮ জুন,২০২২)। গানটি লিখেছেন তরুণ প্রতিভাবান গীতিকার রাসেল ইব্রাহীম।

জানা যায় যে,জনপ্রিয় সংগীত আয়োজক কার্জন রায়ের সার্বিক আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন আরটিভি বাংলার গায়েনের তরুণ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাগর তালুকদার, সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার মাহাদি সুলতান এবং সংগীত করছেন জামিউল হাসান।

বিস্তারিত জানতে চাইলে রাসেল ইব্রাহীম বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রেমিকা এবং সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ করেই এই গান।মূলত একজন চাকরি প্রত্যাশী যুবক চাকরি পরীক্ষা দিতে গেলে যা তার মন আকাশে ভেসে বেড়ায়,তা নিয়েই এই গান। কার্জন দাদা,সাগর ভাই, মাহাদি ভাই, জামিউল ভাই এবং আমার যৌথ প্রচেষ্টায় ভালো একটি গান আসছে।

সবিশেষ সংগীতশিল্পী এবি বাবু ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা আমাকে পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য।” অপরদিকে তরুণ সংগীতশিল্পী সাগর তালুকদার বলেন,” একটা চাকরী চাই- এই শিরোনামের গানটি নিয়ে আমি অনেক আশাবাদী, কারণ গানের কথাগুলো যদি ভালো না হয় তাহলে ভালোকিছু আশা করবো কিভাবে? এই গানের কথাগুলো আমার অনেক ভালো লাগলো, আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।

চমৎকার একটি সুর করে গানটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ও সুরকার মাহাদি সুলতান। এত সুন্দর একটা কাজে আমাকে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কার্জন দাকে।সেই সাথে সকলের সহযোগিতা কামনা করছি।” তাছাড়া গানটির সার্বিক আয়োজন নিয়ে কার্জন রায় বলেন,”গানটা নিয়ে আমি খুবই আশাবাদী।

কারণ, একদম যুগের সঙ্গে তাল মিলিয়ে গানের কথা লিখা হয়েছে, যেখানে লাখো- কোটি বেকার জীবন এর অব্যক্ত কথাগুলোই উঠে এসেছে।গতানুগতিক গানের বাইরে জীবনমুখী একটা গান নিয়ে কাজ করতে পেরে আমি খুব খুশি। আশাকরি, এই গান শুধু গান না,সব বেকার মানুষের মুখের ভাষা বা স্লোগান হিসেবে কাজ করবে।” উল্লেখ্য যে,গানটি মুক্তি পাবে “Love Box” নামক ইউটিউব চ্যানেলে।

ফম/এমএমএ/বিনোদন/

ফোকাস মোহনা.কম