একটা আকাশ

— আর ডি অনিতা
একটা আকাশ মাথার উপর
শুধুই পরম নির্ভরতার
একটা আকাশ স্বপ্ন দেখার
সুখে দুঃখে পাশে থাকার
সেই তো অনেক বড় পাওয়া
এক জীবনে বেঁচে থাকার।
সুনামগঞ্জ ।

ফোকাস মোহনা.কম