মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় উপজেলা পর্যায়ে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হল।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, সমাজের অনৈতিকতা দূর করে নৈতিকতা ফিরিয়ে আনতে ইমামদের বেশ বড় ভূমিকা রয়েছে। ইমামগন চাইলে সমাজের সমস্ত অন্যায় দূর করতে পারবেন। কারণ তারা মানুষের খুব নিকটে থাকে এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান। একজন ভালো ইমাম সমাজের জন্য অনেক গুরুত্পূর্ণ ব্যক্তি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন সুবিধা দিচ্ছেন। যা বিগত কোন সরকার করে নি। তাই ইসলামে নিষিদ্ধ জঙ্গী সন্ত্রাস দমনে বর্তমান সরকারের সহায়ক হিসেবে কাজ করবেন ইমামগণ। তাহলে আমরা ও আমাদের শান্তির ধর্ম ইসলাম শান্তিপূর্ণভাবে থাকতে পারবো।
চাঁদপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও কেয়ারটেকার রাজিবুল আলম রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার শেখ মোঃ হানিফ।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম কমিটির সভাপতি মাওলানা মোঃ আখতার হোসেন।
ফম/এমএমএ/আরাফাত/