চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের রক্ত লেখা আমাদের এই বাংলাদেশ। বীর মুক্তিযোদ্ধারা নিজেদের তারুন্যের সময় জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। তারা পরিবারের সুখ-শান্তি চাননি। এই প্রজন্ম অনেক ভাগ্যবান যারা মুক্তিযোদ্ধাদের দেখছেন। আগামী কয়েক প্রজন্ম পর হয়তো মুক্তিযোদ্ধাদের দেখবে না।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারা বিশে^র মধ্যে বাংলাদেশ এমন একটি জাতি, যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি রাষ্ট্র পেয়েছে। আর এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত এই জাতি যতকিছু অর্জন করেছে, তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।
সেলিম মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আট দশটি রাজনৈতিক দলের মত দল নয়। আওয়ামী লীগ সরকারই মুক্তিযোদ্ধাদের সবধরণের সুবিধা দিয়েছেন। স্বাধীনতার এই মাসে আমি জাতির পিতা বঙ্গবন্ধুসহ মুক্তির সংগ্রামে সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার মো. মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক শোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এস.পলাশ/এমএমএ/