এই কবিতাটির নাম বঙ্গবন্ধু 

 যুবক অনার্য
আমি জানি আমার এই বাংলাদেশ আজ কেমন আছে।শুধু আমি নই আমার মতন আরো অনেকেই  জানেন বাংলাদেশ, – এর জন্ম এর ইতিহাস আর এর দুর্দান্ত  নির্মম নিয়তি।বাংলাদেশ  নিয়ে  ভেবে ভেবে ভাবতে ভাবতে তারপর যখোন একটি তীব্র কবিতা লেখা হয়ে যাবে যেখানে ফাঁস করে দেয়া হবে এর সকল রাজনৈতিক নিকোটিন ঠিক  তখোনই দেশবাসী  শুনতে পাবে একটি প্রচন্ড গুলির আওয়াজ।হা বাংলাদেশের ইতিহাস এবং এর সংস্কৃতি ঠিক  এই রকম,  এর ব্যতিক্রম  কিছুতেই নয়।আমার এ কথার সঙ্গে  আমি জানি দেশবাসীর অনেকেই  একমত কিন্তু যারা যারা আমার সঙ্গে  পোষণ  করেন সহমত, সকলেই আমাকে সাবধান করে দিয়ে বলবেন: চুপ চুপ তুমি কিন্তু টার্গেটে পড়ে যাবে আততায়ীদের, সাবধান হয়ে যাও বাবা দিনকাল ভালো  না। কে জানে হয়ত অই তীব্র বুলেটটা ছুটে আসবে তোমার দিকেই।এসব জানার বা শুনবার পরেও তাহাদের উদ্দেশে আমি স্ট্রেইট  বলে দেবো : বাংলাদেশের সমস্ত বুলেট  শেষ করেও আমাকে মেরে ফেলা যাবেনা কিছুতেই কারণ বুলেট  দিয়ে মেরে ফেলা যাবে না আমার এই কবিতাখানি যে কবিতা জন্ম দিয়েছিল একটি স্বাধীন  ভুখন্ডের- যে কবিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ফোকাস মোহনা.কম