উৎসাহ উদ্দীপনায় বিদ্যা দেবী সরস্বতী পূজা উদযাপিত

শ্রী পূজারী সংঘের শোক প্রকাশ

চাঁদপুর:  সারাদেশের ন্যায় চাঁদপুরেও  উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা দেবী সরস্বতী পূজা।

শনিবার (৫ জানুয়ারি) বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে এসব তথ্য লক্ষ্য করা হয়।

এদিকে উৎসাহ উদ্দীপনা থাকলেও মুন্সেফ পাড়ার শ্রী পূজারী সংঘের কমিটি ভিন্ন চিত্র লক্ষ্য করা হয়। গত বছর এ এলাকায় বেশ কিছু আপনজনদের হারিয়ে তারা শোকার্ত। এজন্যে মৃত ব্যক্তিদের তারা শোকও জানিয়েছেন।

শ্রী পূজারী সংঘের অন্যতম সদস্য ও বিশিষ্ট কন্ঠ শিল্পী কৃষ্ণা সাহা জানান, এ বছরের আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আনন্দঘন পরিবেশের মধ্যেও আমরা তাঁদেরকে ভুলতে পারছি না। তাই আমরা শোকবার্তার একটি ব্যানারও টানিয়ে দিয়েছি। আমরা স্বর্গীয় টগরী পাল, স্বর্গীয় দেবব্রত দত্ত, স্বর্গীয় জোৎস্না মজুমদার, স্বর্গীয় হিমাংসু সেন চৌধুরী, মরহুম শিপু তালুকদার ও মরহুম ইয়াহিয়া কিরন এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম