উৎসব মুখর পরিবেশে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন

চাঁদপুর : এই প্রথমবারেরমত উৎসব মুখর পরিবেশে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীদের পক্ষের লোকজন চাঁদপুর স্টেডিয়ামে এসে ভীড় জমায়।

সোমবার (১৬ মে) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

২৭ টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৫৭জন।

সকাল ১০টার পরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোট দিতে আসেন চাঁদপুর জেলা আওযামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেবসহ অন্যান্য ভোটাররা।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, রির্টানিং অফিসার রজত শুভ সরকার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মনিরুল ইসলাম।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম