উপসংহিতা (কবিতা)

—যুবক অনার্য
এখন অস্থিরতা নেই কেননা পুষ্পিত মদিরার বুকে যেতে
সম্ভাব্য আকাশের অতিকায় উন্মোচন আর
উন্মত্ততা অনায়াসে নিভে গেলো। অর্থহীন এই বনে
বিরূপ মন্তব্য ছুঁড়ে ক্ষতপ্রায় জমেছে পাহাড়
ততোধিক জন্মপোড়া লতাগুল্মময় রৌদ্রভুক পরিছায়া
পরম্পরাবৎ তাই নৈরাজ্যের সীমা নেই- পুনর্জন্মে ভুলপথে চাঁদের মুখ প্রকাশিত হলে
জোছনায় কুন্ঠিত রাত অকারণে শেষ হলো-
এভাবে সে সীমাবদ্ধ কেনো!
অযথা প্রলাপ ছেড়ে পণ্যবোঝাই এসকল জাহাজ
ছড়িয়ে পড়েছে বহু দেশে,মসৃণ জলের রেখা
আবিষ্কার করে করে- এখন তেমন কোনো সফলতা চাই।

ফোকাস মোহনা.কম